"পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন" স্লোগান সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস, মৌলভীবাজার সদর-এর আয়োজনে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হল জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জনাব মোঃ শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ কামাল হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মৌলভীবাজার সদর। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করে। র্যালি শেষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা স্মার্ট বাংলাদেশ গঠনে পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস