মৌলভীবাজার সরকারি কলেজের সংক্ষিপ্ত ইতিহাস
দুই কুঁড়ি এক পাতার অঞ্চল মৌলভীবাজার খরস্রোতা মনুর তীর ঘেঁষে অবস্থিত মফস্বলের একটি ছোট্ট জেলা শহর। উত্তরদিকে মনু বয়ে চলেছে পশ্চিম মুখী, শহরের পূর্ব ও দক্ষিন দিক উচঁনীচু টিলা বেষ্টিত; অসংখ্য বৃক্ষের শ্যামল সবুজ আস্তরণ, হরেক রকম পাখ্ পাখালীর কলরবে মুখরিত, সমতল পশ্চিম এলাকায় ঘরে ঘরে সাজানো অসংখ্য বাণিজ্য সম্ভারে পরিপূর্ণ বিপণী বিতান।
ছবির মতো সাজানো এই শহরের টিলাময় দক্ষিণ প্রান্তে ১৯৫৬ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়, জেলার বৃহত্তম এই বিদ্যাপীঠ মৌলভীবাজার কলেজ। কলেজ প্রতিষ্ঠার নেপথ্যে কারিগর এলাকার বিশিষ্ট বিদ্যানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গ। সাথে আন্তরিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তৎকালীন মহকুমা প্রশাসক জনাব এম আরিফ। বরাবরের মতোই শিক্ষা ও জনকল্যাণে নিবেদিত প্রাণ একদল নিভৃতচারী কর্মী পুরুষের অক্লান্ত প্রচেষ্টা ও স্বেচ্ছা প্রণোদিত দানের ফসলে প্রতিষ্ঠিত হলো, উজ্জ্বল একটি আলোকবর্তিকা এবং সেটা হলো এখনকার মৌলভীবাজার সরকারি কলেজ।
প্রকতপক্ষে উপযুক্ত প্রমানিক তথ্যের অভাবে মৌলভীবাজার সরকারি কলেজের তথ্য ভিত্তিক ইতিহাস বর্ণনা সম্ভব হচ্ছে না বিধায় আমরা দুঃখিত। তার কারণ ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় কলেজ অফিসে ও ষ্টোর রুমে রক্ষিত অনেক মূল্যবান দলিল ও বিভিন্ন তথ্য সম্বলিত কাগজপত্র নষ্ট হয়ে যাওয়াতে অনেক মূল্যবান তথ্য হারিয়ে গেছে। যে টুকু তথ্য আমাদের হাতে এসেছে, তার সূত্র গুলো হলোঃ কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে জড়িত, এমন কিছু কিছু জীবিত প্রবীন ব্যক্তিদের সাথে আলাপচারিতা, বিভিন্ন সময়ে প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিন স্মরণিকায় প্রকাশিত বিভিন্ন লেখকের প্রবন্ধ ইত্যাদি। এগুলো থেকে জানা যায় যে, কলেজ প্রতিষ্ঠায় মূলত নেতৃত্বে ছিলেন সর্বজনাব মরহুম দেওয়ান আলহাজ্ব আব্দুল বাছিত (প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী), মরহুম হাজী কেরামত আলী, মন্মথ পোদ্দার (মৌলভী টি এস্টেটের মালিক), মরহুম মোঃ ইনাম উল্লাহ, এন কে পাত্র, ব্যোমকেশ ঘোষ, তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী চাম্পালাল সান্ডে, সৈয়দ সরফরাজ আলী, আলী হায়দার খান সহ আরো অনেকে। কলেজটি প্রতিষ্ঠার প্রথম দিকে বিভিন্ন দাতা ব্যক্তি বিভিন্ন প্রকার সহায়তা করে উত্তর পুরুষকে চিরদিনের জন্য কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। এদের মধ্যে অনেক ব্যক্তি কলেজের অবকাঠামোগত উন্নয়নে আর্থিক আনুকূল্য প্রদান করেছেন। যাঁদের মধ্যে দেশী ও প্রবাসী দুই-ই আছেন। পঞ্চাশ দশকের পূর্ব থেকেই প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের নাম জানা অজানা অনেক দানশীল ব্যক্তি কলেজ প্রতিষ্ঠায় স্ব স্ব অবদান রেখেছেন। এটা নিশ্চয়ই শিক্ষার প্রতি এ অঞ্চলের মানুষের আগ্রহের কথা প্রমাণ করে।
অর্থায়নের দিক থেকে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছেন, তিনি হচ্ছেন মরহুম হাজী কেরামত আলী বর্তমান শিক্ষক মিলনায়তন সংলগ্ন উত্তরদিকের পুরাতন ভবনটি (ভবন নং-১) তাঁর একক অর্থায়নে নির্মিত। তাছাড়া মরহুম হাজী জরিপ মিয়াসহ অসংখ্য দাতাদের একাংশের নাম ও ঠিকানা আজও কলেজের পুরাতন ভবনের গায়ে লাগানো একটি বিশাল শ্বেত পাথরে খুদাই করা আছে। এই নাম ফলকটি নিবিড় পর্যবেক্ষণে ধরা পরে যে শুধু মৌলভীবাজারেরই নয় মৌলভীবাজারের বাইরের অনেক দানশীল শিক্ষানুরাগী ব্যক্তি এ মহৎ কর্মে অংশ নিয়েছিলেন।
এ কলেজটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠান, দেশ ও সমাজের বিভিন্ন কাজে অংশ নিয়েছে। ষাট দশকের বিভিন্ন আন্দোলনে এই কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ উল্লেখ করার মত। এই কলেজ যেমন স্থানীয়, জেলা এবং জাতীয় পর্যায়ের নেতৃত্বের জন্ম দিয়েছে; তেমনি রাষ্ট্র পরিচালনায় দক্ষ আমলা, শিক্ষক, এডভোকেট, ডাক্তার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ নানা পেশার মানুষ সৃষ্টি করেছে। যাদের অনেকেই আজকে ও নিকট অতীতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধে এই কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্ররা যথাযথ অবদান রেখেছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আত্মদান করেছেন এমন ছাত্রদের মধ্যে আছেন জনাব আব্দুল মুকিত, আব্দুস শহীদ, কৃপেশ রঞ্জন কর, রহিম বখশ (খোকা), সুদর্শন দেব, সমীর কুমার ঘোষ প্রমূখ।
এই প্রতিষ্ঠানটির অনুরাগী ও বিদ্যোৎসাহী অনেক মহৎ ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার উন্নয়ন সাধন করেছেন। বিশেষ করে প্রাক্তন অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান ও বর্তমান জাতীয় সংসদের চীফ হুইপ জনাব আব্দুস শহীদ কলেজের বিভিন্ন অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে ব্যাপক সহযোগিতা করেছেন ও আজও তা অব্যাহত রয়েছে। মৌলভীবাজারবাসী তাদের কাছে কৃতজ্ঞ।
মৌলভীবাজার সরকারি কলেজের সংক্ষিপ্ত ইতিহাস
দুই কুঁড়ি এক পাতার অঞ্চল মৌলভীবাজার খরস্রোতা মনুর তীর ঘেঁষে অবস্থিত মফস্বলের একটি ছোট্ট জেলা শহর। উত্তরদিকে মনু বয়ে চলেছে পশ্চিম মুখী, শহরের পূর্ব ও দক্ষিন দিক উচঁনীচু টিলা বেষ্টিত; অসংখ্য বৃক্ষের শ্যামল সবুজ আস্তরণ, হরেক রকম পাখ্ পাখালীর কলরবে মুখরিত, সমতল পশ্চিম এলাকায় ঘরে ঘরে সাজানো অসংখ্য বাণিজ্য সম্ভারে পরিপূর্ণ বিপণী বিতান।
ছবির মতো সাজানো এই শহরের টিলাময় দক্ষিণ প্রান্তে ১৯৫৬ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়, জেলার বৃহত্তম এই বিদ্যাপীঠ মৌলভীবাজার কলেজ। কলেজ প্রতিষ্ঠার নেপথ্যে কারিগর এলাকার বিশিষ্ট বিদ্যানুরাগী ও দানশীল ব্যক্তিবর্গ। সাথে আন্তরিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তৎকালীন মহকুমা প্রশাসক জনাব এম আরিফ। বরাবরের মতোই শিক্ষা ও জনকল্যাণে নিবেদিত প্রাণ একদল নিভৃতচারী কর্মী পুরুষের অক্লান্ত প্রচেষ্টা ও স্বেচ্ছা প্রণোদিত দানের ফসলে প্রতিষ্ঠিত হলো, উজ্জ্বল একটি আলোকবর্তিকা এবং সেটা হলো এখনকার মৌলভীবাজার সরকারি কলেজ।
প্রকতপক্ষে উপযুক্ত প্রমানিক তথ্যের অভাবে মৌলভীবাজার সরকারি কলেজের তথ্য ভিত্তিক ইতিহাস বর্ণনা সম্ভব হচ্ছে না বিধায় আমরা দুঃখিত। তার কারণ ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় কলেজ অফিসে ও ষ্টোর রুমে রক্ষিত অনেক মূল্যবান দলিল ও বিভিন্ন তথ্য সম্বলিত কাগজপত্র নষ্ট হয়ে যাওয়াতে অনেক মূল্যবান তথ্য হারিয়ে গেছে। যে টুকু তথ্য আমাদের হাতে এসেছে, তার সূত্র গুলো হলোঃ কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে জড়িত, এমন কিছু কিছু জীবিত প্রবীন ব্যক্তিদের সাথে আলাপচারিতা, বিভিন্ন সময়ে প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিন স্মরণিকায় প্রকাশিত বিভিন্ন লেখকের প্রবন্ধ ইত্যাদি। এগুলো থেকে জানা যায় যে, কলেজ প্রতিষ্ঠায় মূলত নেতৃত্বে ছিলেন সর্বজনাব মরহুম দেওয়ান আলহাজ্ব আব্দুল বাছিত (প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী), মরহুম হাজী কেরামত আলী, মন্মথ পোদ্দার (মৌলভী টি এস্টেটের মালিক), মরহুম মোঃ ইনাম উল্লাহ, এন কে পাত্র, ব্যোমকেশ ঘোষ, তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী চাম্পালাল সান্ডে, সৈয়দ সরফরাজ আলী, আলী হায়দার খান সহ আরো অনেকে। কলেজটি প্রতিষ্ঠার প্রথম দিকে বিভিন্ন দাতা ব্যক্তি বিভিন্ন প্রকার সহায়তা করে উত্তর পুরুষকে চিরদিনের জন্য কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। এদের মধ্যে অনেক ব্যক্তি কলেজের অবকাঠামোগত উন্নয়নে আর্থিক আনুকূল্য প্রদান করেছেন। যাঁদের মধ্যে দেশী ও প্রবাসী দুই-ই আছেন। পঞ্চাশ দশকের পূর্ব থেকেই প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের নাম জানা অজানা অনেক দানশীল ব্যক্তি কলেজ প্রতিষ্ঠায় স্ব স্ব অবদান রেখেছেন। এটা নিশ্চয়ই শিক্ষার প্রতি এ অঞ্চলের মানুষের আগ্রহের কথা প্রমাণ করে।
অর্থায়নের দিক থেকে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছেন, তিনি হচ্ছেন মরহুম হাজী কেরামত আলী বর্তমান শিক্ষক মিলনায়তন সংলগ্ন উত্তরদিকের পুরাতন ভবনটি (ভবন নং-১) তাঁর একক অর্থায়নে নির্মিত। তাছাড়া মরহুম হাজী জরিপ মিয়াসহ অসংখ্য দাতাদের একাংশের নাম ও ঠিকানা আজও কলেজের পুরাতন ভবনের গায়ে লাগানো একটি বিশাল শ্বেত পাথরে খুদাই করা আছে। এই নাম ফলকটি নিবিড় পর্যবেক্ষণে ধরা পরে যে শুধু মৌলভীবাজারেরই নয় মৌলভীবাজারের বাইরের অনেক দানশীল শিক্ষানুরাগী ব্যক্তি এ মহৎ কর্মে অংশ নিয়েছিলেন।
এ কলেজটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠান, দেশ ও সমাজের বিভিন্ন কাজে অংশ নিয়েছে। ষাট দশকের বিভিন্ন আন্দোলনে এই কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ উল্লেখ করার মত। এই কলেজ যেমন স্থানীয়, জেলা এবং জাতীয় পর্যায়ের নেতৃত্বের জন্ম দিয়েছে; তেমনি রাষ্ট্র পরিচালনায় দক্ষ আমলা, শিক্ষক, এডভোকেট, ডাক্তার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ নানা পেশার মানুষ সৃষ্টি করেছে। যাদের অনেকেই আজকে ও নিকট অতীতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধে এই কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্ররা যথাযথ অবদান রেখেছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আত্মদান করেছেন এমন ছাত্রদের মধ্যে আছেন জনাব আব্দুল মুকিত, আব্দুস শহীদ, কৃপেশ রঞ্জন কর, রহিম বখশ (খোকা), সুদর্শন দেব, সমীর কুমার ঘোষ প্রমূখ।
এই প্রতিষ্ঠানটির অনুরাগী ও বিদ্যোৎসাহী অনেক মহৎ ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার উন্নয়ন সাধন করেছেন। বিশেষ করে প্রাক্তন অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান ও বর্তমান জাতীয় সংসদের চীফ হুইপ জনাব আব্দুস শহীদ কলেজের বিভিন্ন অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে ব্যাপক সহযোগিতা করেছেন ও আজও তা অব্যাহত রয়েছে। মৌলভীবাজারবাসী তাদের কাছে কৃতজ্ঞ।
বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা :
একাদশ শ্রেণি (২০১০-১১) : মানবিক শাখা : ৪৫০ জন
বিজ্ঞান শাখা : ৩০০ জন
ব্যবসায় শিক্ষা শাখা : ৪৫০ জন
মোট ১২০০ জন
দ্বাদশ শ্রেণি (২০০৯-১০) : মানবিক শাখা : ৩৭৪ জন
বিজ্ঞান শাখা : ২৭৪ জন
ব্যবসায় শিক্ষা শাখা : ৩৬২ জন
মোট ১০১০ জন
স্নাতক পাস শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রী : ২০৭১ জন
স্নাতক সম্মান শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রী : ৩৩৬১ জন
স্নাতকোত্তর : ১৮৭ জন
প্রযোজ্য নয়।
শিক্ষকবৃন্দের তালিকা
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ঃ মোঃ বদরুজ্জামান চৌধুরী মোবাইল ঃ ০১৭১১-৯৬৬৪৬৩
বাংলা বিভাগ | | হিসাববিজ্ঞান বিভাগ |
| ||||||
ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | | ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | |
০১ | জনাব | অধ্যাপক | | | ০১ | জনাব মোঃ ইমাম উদ্দিন | সহযোগী অধ্যাপক | ০১৯১৯৮১৮০৪২ | |
০২ | জনাব কানিজ ফাতেমা | সহযোগী অধ্যাপক | ০১৮২৩২৭৮৪৭১ | | ০২ | জনাব মোহাম্মদ আলমগীর খন্দকার | সহকারী অধ্যাপক | ০১৭১১৪৮৪৯৭৬ | |
০৩ | জনাব মোঃ আব্দুল খালিক | সহকারী অধ্যাপক | ০১৭১১০৬৭০৮৭ | | ০৩ | জনাব রাখাল গোপ | সহকারী অধ্যাপক | ০১৭১২৭৫৬৭২৪ | |
০৪ | জনাব সৈয়দ নজরুল ইসলাম | সহকারী অধ্যাপক | ০১৭১৪৬২৯৭৭৯ | | ০৪ | জনাব মোঃ আবু হোছাইন রুবেল | প্রভাষক | ০১৭১৮১০৭৩০৬ | |
০৫ | জনাব দিলারা জাহান | প্রভাষক | ০১৭৫২১৮৪৫৬৮ | | ০৫ | | প্রভাষক | | |
০৬ | জনাব | প্রভাষক | | | ব্যবস্থাপনা বিভাগ | ||||
০৭ | জনাব | প্রভাষক | | | ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | |
ইংরেজী বিভাগ | | ০১ | জনাব | সহযোগী অধ্যাপক | | ||||
ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | | ০২ | জনাব হৃষিকেশ ধর | সহকারী অধ্যাপক | ০১৭১১৯৮৩৪২৯ | |
০১ | প্রফেসর এস এম নাজিম উদ্দিন | অধ্যাপক | ০১৮১৯৬৪৯০৭৩ | | ০৩ | জনাব মোঃ মনির হোসেন | প্রভাষক | ০১৭১৯৩২০৭১১ | |
০২ | জনাব মোঃ আব্দুল হামিদ | সহযোগী অধ্যাপক | ০১৭৫৯৭১৭১৭৪ | | ০৪ | জনাব জিয়াউর রহমান | প্রভাষক | ০১৭৫৪৮১০০৪০ | |
০৩ | জনাব | সহকারী অধ্যাপক | | | পদার্থবিজ্ঞান বিভাগ | ||||
০৪ | জনাব পার্থ প্রতীম চক্রবর্তী | সহকারী অধ্যাপক | ০১৭১১২৪৯৩৪৮ | | ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | |
০৫ | জনাব মোহাম্মদ আবু হানিফ | প্রভাষক | ০১৭১২০৮৫১৫৬ | | ০১ | জনাব মোহাম্মদ ফজলুল হক | সহযোগী অধ্যাপক | ০১৭১২৯৭৭২৪৬ | |
০৬ | জনাব সুদীপ তালুকদার | প্রভাষক | ০১৯১১৭১৪৬৭৯ | | ০২ | জনাব তারান্নাম-ই-রেমাহীন | সহকারী অধ্যাপক | ০২৯৮৯৪২০ | |
০৭ | জনাব মোঃ মাসুদুল আলম | প্রভাষক | ০১৭৬০৪০৫৭৯০ | | ০৩ | জনাব মোঃ মুজিবুর রহমান | প্রভাষক | ০১৭১২৯৮৭১১৩ | |
অর্থনীতি বিভাগ | | ০৪ | জনাব মোঃ সিরাজ উদ্দৌলা | প্রভাষক | ০১৭২৬৬৬৪১৯০ | ||||
ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | | ০৫ | জনাব সুরঞ্জিত সিংহ | প্রদর্শক | ০১৭২৪৯৭২৬৭৭ | |
০১ | জনাব মোঃ মমিনূর রহমান | অধ্যাপক | ০১৭১১৮২৭২১৭ | | রসায়নবিজ্ঞান বিভাগ | ||||
০২ | জনাব জসিম উদ্দিন আহমেদ | সহযোগী অধ্যাপক | ০১৫৫২৪২৮৫৪৫ | | ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | |
০৩ | জনাব আবু জাফর চৌধুরী | সহকারী অধ্যাপক | ০১৭১১২৩৩২৩৩ | | ০১ | জনাব মোঃ শহিদুল্লাহ | সহযোগী অধ্যাপক | ০১৭১১০৬৬৯০৩ | |
০৪ | জনাব সুরঞ্জিত কিলিকদার | প্রভাষক | ০১৭১২৫৫৭৩১১ | | ০২ | জনাব মোঃ রফি উদ্দিন | সহকারী অধ্যাপক | ০১৭১১৪৬০৬৫৭ | |
০৫ | জনাব মোঃ মুনাদির ইসলাম চেŠধুরী | প্রভাষক | ০১৭১৬-৫৩০৪৪৪ | | ০৩ | জনাব | প্রভাষক | | |
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ | | ০৪ | জনাব | প্রভাষক | | ||||
ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | | ০৫ | জনাব শক্তিপদ পাল | প্রদর্শক | ০১৭১১১৯৪৬৯৬ | |
০১ | জনাব | অধ্যাপক | | | উদ্ভিদবিজ্ঞান বিভাগ | ||||
০২ | জনাব | সহযোগী অধ্যাপক | | | ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | |
০৩ | জনাব মোঃ আজিজুল হক | সহকারী অধ্যাপক | ০১৭১১৪৪৯৪৬৬ | | ০১ | জনাব দিলারা আক্তার খান | সহযোগী অধ্যাপক | ০১৭১৬১৮৭১২১ | |
০৪ | জনাব ছন্দা সাহা | প্রভাষক | ০১৭১৫৩০৫০৭৭ | | ০২ | জনাব মোঃ আব্দুল খালেক | সহকারী অধ্যাপক | ০১৭১২৮২৭৭৬০ | |
০৫ | জনাব | প্রভাষক | | | ০৩ | জনাব বিজন চন্দ্র দেবনাথ | প্রভাষক | ০১৬৭১৬২৪৪০৯ | |
০৬ | জনাব | প্রভাষক | | | ০৪ | জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন | প্রভাষক | ০১৭১২৩৬৫৮৯৬ | |
দর্শন বিভাগ | | ০৫ | জনাব কৃষ্ণ কুমার সিংহ | প্রদর্শক | ০১১৯০৮৫০৬৬৮ | ||||
ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | | প্রাণিবিজ্ঞান বিভাগ | ||||
০১ | জনাব হুমায়ূন খসরু | সহযোগী অধ্যাপক | ০১৭১৫৮৫৮৩৪২ | | ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | |
০২ | জনাব বিষ্ণুপদ রায় চৌধুরী | সহকারী অধ্যাপক | ০১৭১৬৭৮২৭৮৬ | | ০১ | জনাব | সহযোগী অধ্যাপক | | |
০৩ | জনাব এম. এ. মোমেন মিয়া | প্রভাষক | ০১৭১৩-৫১৯৩৫৯ | | ০২ | জনাব রুদাবা রহমান | সহকারী অধ্যাপক | ০১৫৫২৩৯১৪২৪ | |
০৪ | জনাব | প্রভাষক | | | ০৩ | জনাব | প্রভাষক | | |
ইতিহাস বিভাগ | | ০৪ | জনাব | প্রভাষক | | ||||
ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | | ০৫ | জনাব কাজল দেব | প্রদর্শক | ০১৭১৮২৫১০০৬ | |
০১ | জনাব আশীষ কুমার মজুমদার | সহযোগী অধ্যাপক | ০১৭১৫১২৮৫০১ | | গণিত বিভাগ | ||||
০২ | জনাব | সহকারী অধ্যাপক | | | ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | |
০৩ | জনাব আশরাফ সেলিম | প্রভাষক | ০১৬৭৩২৪৩৮৬৫ | | ০১ | জনাব সৈয়দ মোহাম্মদ মহসীন | সহযোগী অধ্যাপক | ০১৭১১২৪৪৯০৯ | |
০৪ | জনাব | প্রভাষক | | | ০২ | জনাব সত্যজিৎ দেব | সহকারী অধ্যাপক | ০১৭১৬৪১০৫২১ | |
ইসলামের ইতিহাস বিভাগ | | ০৩ | জনাব জাহেদা খান শিনি | প্রভাষক | ০১৭১২০৩০৮২৭ | ||||
ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | | ০৪ | জনাব আ.জ.ম. হাসান কবির | প্রভাষক | ০১৭১১৪৬৫৫৬৮ | |
০১ | জনাব দিলরুবা আখন্দ | সহযোগী অধ্যাপক | ০১৭১১২৪১২৭৩ | | কম্পিউটার বিভাগ | ||||
০২ | জনাব মাহবুবুর রহমান ওসমানী | সহকারী অধ্যাপক | ০১৭১২০৫৪১৫৫ | | ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | |
০৩ | জনাব | প্রভাষক | ০১৭১১৪৪৬১৩৫ | | ০১ | জনাব হৃষিকেশ ধর | সহকারী অধ্যাপক | | |
০৪ | জনাব | প্রভাষক | | | ০২ | জনাব মোহাম্মদ আলমগীর খন্দকার | সহকারী অধ্যাপক | | |
ইসলামীশিক্ষা বিভাগ | | ০৩ | জনাব মোঃ মুজিবুর রহমান | প্রভাষক | | ||||
ক্রম | নাম | পদবী | মোবাইল নম্বর | | ০৪ | জনাব মোঃ আমিনুল ইসলাম | সহকারী প্রোগ্রামার | ০১৭১৭৯২৪৭৫৭ | |
০১ | জনাব মোঃ ইসমাইল মিয়া | সহকারী অধ্যাপক | ০১৯১৯৪৮২৮০৭ | | ০৫ | জনাব সুলতানা জুবায়দা আক্তার | প্রদর্শক | ০১৭১৫৪০৯২৩৩ | |
০২ | জনাব মোঃ আবুল খায়ের সরকার | প্রভাষক | ০১৭১২৮০৭৯৫০ | | | | | | |
| | | | | | | | | |
০১ | জনাব | সহঃ লাইব্রেরিয়ান | | | ০১ | জনাব মোছাঃ নুরুন্নাহার | শরীরচর্চা শিক্ষক | ০১৭১৬৪৬৮৬৪৫ | |
অত্র কলেজে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশে এবং বিদেশে বিভিন্ন সম্মানজনক পদে কর্মরত আছে। যা আগামি দিনের জন্য দেশ ও জাতির উন্নয়নমূলক কাজে বিভিন্ন ভূমিকা পালন করবে।
শিক্ষাদান দান করে ভবিষ্য এর জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা।
অধ্যক্ষ
মৌলভীবাজার সরকরি কলেজ
ডাক/উপজেলা/জেলা- মৌলভীবাজার
পোষ্ট কোড -৩২০০
ফোন : ০৮৬১-৫২২২০
ই-মেইল- mbgovtcollege@yahoo.com
ঢাকা অথবা সিলেট থেকে ট্রেন যোগে শ্রীমঙল রেল স্টেশনে নেমে বাস অথবা প্রাইভেট গাড়ী যোগে মৌলভীবাজার জেলা সদরে কোর্ট রোডে মৌলভীবাজার সরকারি কলেজ অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস