Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার নোটিসসমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

মৌলভীবাজার সদর।

(E-mail : unomoulvibazar@mopa.gov.bd)

স্মারক নং-জুডি/ঝ-২(৪)/                                                                                           তারিখঃ       /০৬/২০১২ইং

 

 

প্রাপকঃ  

১।         অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারী কলেজ/সরকারী মহিলা কলেজ/টাউন কামিল মাদ্রাসা/শাহ মোস্তফা কলেজ।

২।         সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর।

৩।         উপজেলা ---------------------------------------------------------- কর্মকর্তা, মৌলভীবাজার সদর।

৪।         ভারপ্রাপ্ত কর্মকর্তা, মৌলভীবাজার মডেল থানা।

৫।         ডিজিএম, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, মৌলভীবাজার।

৮।         কমান্ডার, উপজেলা কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার সদর।

৬।         চেয়ারম্যান-------------------------------------------------- ইউ.পি (সকল), মৌলভীবাজার সদর।

৭।         প্রধান শিক্ষক-------------------------------------------------------------------- উচ্চ বিদ্যালয়।

৯।         জনাব-----------------------------------------------------------------------------------------

 

 

 

বিষয়      ঃ        উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা প্রসংগে।

 

 

 

                        উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ২১/০৬/২০১২ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিম্ন স্বাক্ষরকারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় তাঁর প্রতিষ্ঠানের/এলাকার আইন শৃংখলার তথ্যসহ উপস্থিত থাকতে তাঁকে অনুরোধ করা হলো।

 

 

উপজেলা নির্বাহী অফিসার

মৌলভীবাজার সদর।

'০৮৬১-৬৩৭৫৪

 

স্মারক নং-জুডি/ঝ-২(৪)/                                                                                           তারিখঃ         /০৬/২০১২ইং

 

অনুলিপিঃ

১।         মাননীয় সংসদ সদস্য, মৌলভীবাজার-৩। সদয় অবগতি এবং সভায় উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হলো।

২।         জেলা প্রশাসক, মৌলভীবাজার। সদয় অবগতির জন্য।

৩।         চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মৌলভীবাজার সদর।

৪।         মেয়র, মৌলভীবাজার পৌরসভা। পৌরসভার একজন প্রতিনিধি প্রেরনের জন্য অনুরোধ করা হলো।

৫।         নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার। তাঁর একজন প্রতিনিধি প্রেরনের জন্য অনুরোধ করা হলো।

৬।         মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মৌলভীবাজার সদর।

৭।         পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার। তাকে উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

৮।         অফিস কপি।

 

 

উপজেলা নির্বাহী অফিসার

মৌলভীবাজার সদর।