Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

 

উপজেলা সহ সমগ্র দেশের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণকারী ব্যক্তিত্বঃ

 

বৃহত্তর সিলেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন এ উপজেলার কৃতি সন্তান জনাব এম. সাইফুর রহমান। তিনি বিএনপি সরকারের কয়েকবারের আমলে বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি জাতীয় সংসদে দেশের সর্বোচ্চ সংখ্যক বাজেট ঘোষণা করেছেন। এই উপজেলায় তখা সমগ্র জেলায় আরেক মহান ব্যক্তিত্ব জনাব সৈয়দ মহসীন আলী-এমপি। তিনি ৯ম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১০ম জাতীয়  সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হয়েছেন। এছাড়াও ইতোপূর্বে এ জেলায় অনেক কৃতি সন্তান রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে ধর্মীয়, সাহিত্য, সংস্কৃতি সহ দেশে ও জনগণের উপকারে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের মধ্যে রয়েছেন (১) জনাব ড. সৈয়দ মুজতবা আলী, কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ (দুর্লভপুর), (২) জনাব খান বাহাদুর সৈয়দ আবদুল মজিদ, সিআইই, আসামের শিক্ষা মন্ত্রী-১৯২১ খ্রিঃ (দরগামহল্লা, মৌলভীবাজার), (৩) জনাব নুরুল হোসেন খান, সচিব, কনকপুর, (৪) বিচারপতি রণধীর সেন (বারহাল), (৫) বিচাপতি সিরাজুল ইসলাম (বাহারমর্দন), (৬) জনাব সৈয়দ মোয়াজ্জেম আলী, হাই কমিশনার (দুর্লভপুর), (৭) জনাব গিয়াস উদ্দিন মনির, হাই কমিশনার (একাটুনা), (৮) গ্রুপ ক্যাপটেন কামাল উদ্দিন আহমদ (গিয়াসনগর), (৯) ড. মুসলেহ উদ্দিন আহমেদ, ভিসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট (নাজিরাবাদ) (১০) জনাব আব্দুল কাদির মাহমুদ, অতিরিক্ত সচিব, (বুদ্ধিমন্তপুর) প্রমুখ। এই উপজেলায় কবি সাহিত্যিকও যথেষ্ট ছিলেন এবং আছেন।