Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৌলভীবাজার সদর উপজেলার ইতিহাস

দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বাংলাদেশের উত্তর পর্বাঞ্চলীয সীমান্তবর্তী বিভাগ সিলেট। সিলেট বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার। এই মৌলভীবাজার জেলার প্রাণকেদ্র হচ্ছে মৌলভীবাজর সদর উপজেলা, যার নাম করণ মৌলভীবাজার নামানুসারে। জেলা হিসেবে মৌলভীবাজার অভিষিক্ত হয় ১৯৮৪ সালে। এর পূর্বে ১৮৮২ সালে তৎকালীন বৃটিশ সরকার তাদের প্রশাসনিক প্রয়োজনে সিলেটের দক্ষিণাঞ্চল নিয়ে সাউথ সিলেট সাব-ডিভিশন নামে একটি মহকুমা গঠন করেন। বৃহত্তর সিলেট অঞ্চলে আগত হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সহচর হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) শের সওয়ার চাবুকমার বোগদাদী নামে একজন বিখ্যাত সাধক ছিলেন। বৃটিশ শাসনকালের উষালগ্নে ১৭৭১ সালে তাঁর অধস্তন বংশধর মৌলভী সৈয়দ কুদরত উল্যা সাহেব ছিলেন একজন মুন্সেফ। তাঁর জমিদারী এলাকায় একটি বাজার স্থাপন করেন। তাঁর নাম অনুসারে ঐ বাজারের নাম হয় মৌলভীবাজার। ১৮৮২ সালে বৃটিশ সরকার কর্তৃক গঠিত সাউথ সিলেট সাব-ডিভিশন ১৯৬০ সাল পর্যন্ত বলবৎ থাকে। ১৯৬০ সলে তৎকালীন জনপ্রিয় মহকুমা প্রশাসক ড. এম এ ছত্তার এর কার্যকালে সাউথ সিলেট সাব-ডিভিশন নাম পরিবর্তন করে মৌলভীবাজার সৈয়দ কুদরত উল্যা সাহেবের প্রতিষ্ঠিত মৌলভীবাজার নাম অনুসারে মৌলভীবাজার মহকুমা নামে রূপান্তরিত হয়। ১৯৮৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট লেঃ জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের আমলে প্রশাসন বিকেন্দ্রীকরণ কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলায় রূপান্তরিত হয়। এর পর থেকেই মৌলভীবাজার জেলা নামে পরিচিত। মৌলভীবাজার জেলায় মোট ৭টি উপজেলা রয়েছে। তার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলা অন্যতম এবং ঐতিহ্যবাহী হিসেবে বিশেষ পরিচিত। জেলা সদর এ উপজেলার অভ্যন্তরেই অবস্থিত।